• ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

টাস্কফোর্সের অভিযানে ৩টি শ্যালো মেশিন ও সরঞ্জাম বিনষ্ট

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২৭, ২০১৬

স্টাফ রিপোর্টার :
জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান চালিয়ে ৩টি শ্যালো মেশিন ও সরঞ্জামে অগ্নিসংযোগ করে বিনষ্ট করা হয়েছে।  শনিবার বিকেলে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহ উদ্দিন’র নেতৃত্বে জাফলংয়ের কান্দুবস্তী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) আশ্রাফ আহমেদ রাসেল ও গোয়াইনঘাট থানা পুলিশের এস আই আব্দুল হক উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহ উদ্দিন জানান গত ১ সেপ্টেম্বর কোয়ারি থেকে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা আরোপ করে সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাফলং ও বিছনাকান্দি কোয়ারি দুটি থেকে সকল প্রকার পাথর উত্তোলন প্রক্রিয়া বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। এই নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোয়ারি এলাকায় মাইকিং করে জানানো হয়েছে।
এরপর থেকে উপজেলা প্রশাসনের তৎপরতায় প্রায় তিন মাস ধরে জাফলংয়ের পিয়াইন নদী থেকে পাথর উত্তোলন সম্পূর্ণ ভাবে বন্ধ রয়েছে। পাথর উত্তোলনে কঠোর নিষেধাজ্ঞা থাকার পরও কিছু দুষ্কৃতিকারী জাফলংয়ের কান্দুবস্তী নামক গ্রামের মধ্যবর্তী স্থান থেকে গর্ত খনন করে পাথর উত্তোলনের চেষ্টা চালায়। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে পাথর উত্তোলনের গর্তে সেচ কাজে ব্যবহৃত ৩টি সেলু মেশিন ও এর সরঞ্জামে অগ্নি সংযোগ করা হয়েছে।