• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বার্মায় মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২৫, ২০১৬

দক্ষিণ সুনামগঞ্জ সংবাদদাতা
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জামলাবাজ আল-ইখওয়ান ইসলামী যুব সংঘ’র উদ্যোগে বার্মায় মুসলমানদের উপর হামলা-নির্যাতনের প্রতিবাদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নোয়াখালী বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের দিরাহ-মদনপুর সড়কে প্রতিবাদ সভায় মিলিত হয়। সভায় ক্বারী নুরুল ইসলামের সভাপতিত্বে, মাও. শহিদুল ইসলামের পরিচালনায়, বক্তব্য রাখেন, ক্বারী মহিব্বুল হক, হাফেজ মাও. ছালেহ আহমদ, মাও. ছালেহ আহমদ, মাও. মুসলিম উদ্দিন, আসিকুল ইসলাম, মাও. আতিক, কাউছার আহমদ, শাহ জাহান, এম এ শুভ, শাহিনুর আলম তুহিন, রাহাত, আখলাক, সাজু, তাহের, দুলাল সহ প্রমূখ।
অপরদিকে উপজেলার পাগলা বাজারে আব্দুল হান্নান সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পাগলা বাজের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহ্বায়ক মো. আনছার উদ্দিন, শায়খ মাও. জামাল উদ্দিন, মাও. খলিলুর রহমান, মাও. রুহুল আমিন, উপজেলা যুবলীগ নেতা সোহেল রানা, কামরুল ইসলাম, ছাত্রলীগ নেতা বদরুল আলম টিপু, ক্বারী তাহের আহমদ, শাহিন মিয়া, জসিম উদ্দিন প্রমূখ।