মাধবপুর সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুরে নারী পাচারের মামলায় রফিকুল ইসলাম (৫০) নামে এক গ্রাম পুলিশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ নভেম্বর) রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) এমরান হোসেন তুলসীপুর বাজার থেকে চৌমুহনী ইউনিয়নের গ্রাম পুলিশ রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেন। তিনি নুরুল্লাহপুর গ্রামের মতুজ আলীর ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, উপজেলার জগদীশপুর ইউনিয়নের উত্তর বরগ গ্রামের মিয়াব আলীর মেয়ে জুমেনা খাতুনকে রফিকুল ইসলাম নামে এক গ্রাম পুলিশ প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে ২৩ মে সৌদি আরবে পাঠিয়ে দেয়। সৌদি আরব গিয়ে জুমেনা কিছুদিন পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে পাশবিক নির্যাতনের কথা বলেন।
দুই তিন মাস যাবত জুমেনা খাতুন তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। এতে তার পরিবারের সন্দেহ হলে তার বাবা মিয়াব আলী থানায় ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করলে পুলিশ রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে।
চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান আপন মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গ্রাম পুলিশ রফিকুল ইসলাম প্রায় ৬ মাস যাবত অফিসে আসে না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রেজিলেশন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট পাঠানো হয়েছে।