সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে প্রতি বছরের ন্যায় এবারও প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা গত রোববার থেকে সারা দেশে এক যোগে শুরু হয়েছে।
রেবতী রমন দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এবং রেবতী রমন সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপজেলার ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬৭৩ ছাত্রছাত্রীর মধ্যে ৬৬৫ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্যে ছাত্র ৩০৩ ও ছাত্রী ৩৭৩ জন।
এদিকে ইবতেদায়ী পরীক্ষায় মোট ৫১ জন শিক্ষার্থীর মধ্যে ৪০ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ২৯ জন এবং ছাত্রী ২২ জন। কেন্দ্র অফিসারের দায়িত্ব পালন করছেন দক্ষিন সুরমা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সত্যব্রত রায়। কেন্দ্র সচিবের দায়িত্বে রয়েছেন রেবতী রমন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ ফারুক। সহকারী মোহাম্মদ নূরুজ্জামান, কলি কনা দেব।
পরীক্ষা বিষয়ে প্রধান শিক্ষক মোঃ শাহ ফারুক জানান গত ২০ নভেম্বর থেকে সারা দেশের ন্যায় প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। আমাদের এ কেন্দ্রে কিছু শিক্ষার্থী অনুপস্থিত থাকলেও বাকী শিক্ষার্থীদের পরীক্ষা সুষ্ঠুভাবে চলছে। বিজ্ঞপ্তি