• ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজারে র‌্যাবের অভিযানে ওয়ারেন্টভূক্ত আসামী আটক

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২২, ২০১৬

স্টাফ রিপোর্টার
বিয়ানীবাজারে অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত ১ আসামীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। রোববার সকাল সোয়া ৭টায় র‌্যাবের সিনিয়র এএসপি মো. হায়াতুন-নবী’র নেতৃত্বে বিয়ানীবাজার উপজেলায় অভিযান পরিচালনা করেন। এসময় বিয়ানীবাজার সরকারী কলেজ রোডের টিএনটি মোড় হতে মহি উদ্দিন (৪৭) নামের এক আসামীকে আটক করা হয়। আটক আসামী উপজেলার নালবহর গ্রামের মৃত রশিদ আলীর ছেলে। সিনিয়র এএসপি মো. হায়াতুন-নবী’র পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহি উদ্দিনের বিরুদ্ধে এনআই এ্যাক্ট ১৩৮ ধারায় বিয়ানীবাজার থানায় একটি মামলা রয়েছে। যার নং সিআর ৭১০/১৪, সিপি-৫৫/১৬ ও টিপি-৫০/১৬। ওয়ারেন্টভূক্ত (এক বছরের সাজাপ্রাপ্ত) মহি উদ্দিন গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। পরে তাকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।