দৈনিক সিলেট বাণীর সম্পাদক সিলেটের প্রবীণ সাংবাদিক আলহাজ্ব জাহিরুল হক চৌধুরী আর নেই। সোমবার রাত ১টা ৫ মিনিটের সময় তিনি নগরীর একটি ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি— রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭২)। তিনি স্ত্রী, ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। আজ মঙ্গলবার বাদ যোহর নগরীর নয়াসড়ক মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মানীক পীর (রহ.) টিলায় দাফন করা হবে। দীর্ঘদিন ধরে জাহিরুল হক চৌধুরী বার্ধ্যক্ষ জনিত রোগে ভুগছিলেন। এদিকে, সিলেট প্রেসক্লাবের প্রবীণ সদস্য আলহাজ্ব জাহিরুল হক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ। ক্লাবের সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মোহাম্মদ রেনু এক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্বার মাগফেরাত কামনা ও শোক সন্তুপ্ত পরিবার বর্গেও প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি