• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

এক বিয়েতে ৫০০ কোটি টাকা খরচ !

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১৯, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক :::: এমনটা অনেক অনেক না হলেও, মাঝে মধ্যে তো হয়ই। কোটি কোটি গরীব মানুষের দেশে কোটি কোটি টাকা খরচ করে ধুম মাচানো বিয়ে একদম বিরল ঘটনা নয়। তবে ঠিক যে সময়ে বিজেপি বড় গলা করে কালো টাকা সামলানো নিয়ে কৃতিত্ব দেখাচ্ছে, হুঙ্কার ছাড়ছেন প্রধানমন্ত্রী স্বয়ং, তখন সেই বিজেপিরই এক বড় নেতা জি জনার্দন রেড্ডির মেয়ের বিয়ে দিলেন ৫০০ কোটি টাকা খরচ করে। না এলেও এ বিয়েতে আমন্ত্রিত ছিলেন নরেন্দ্র মোদী। তিনি না এলেও রাজ্য বিজেপির বড় বড় নেতারা কেউই প্রায় বাদ যাননি।
কিছু দিন আগে থেকেই এই বিয়ে নিয়ে আলোচনা তুঙ্গে। এলইডি স্ক্রিন দিয়ে বিয়ের কার্ড পাঠানো হয়েছিল আমন্ত্রিতদের কাছে। সেই কার্ড দেখেই হৈচৈ পড়ে যায়। তা হলে বিয়েতে কী না হবে! বুধবার রাতে মেয়ের পুরো বিয়ের আয়োজন দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে অনেকেরই। একটা গোটা নকল গ্রাম বানানো হয়েছে। কী নেই সেখানে? মন্দির, স্কুল এমনকী নেতার প্রাসাদও।