সিলেট সুরমা ডেস্ক :::: পেরুতে হোটেলের ঘর থেকে উদ্ধার হল ফিল্ম এবং টিভি অভিনেত্রী লিসা লেন মাস্টার্সের দেহ। পেরুতে মডেলিং অ্যাসাইনমেন্টে গিয়েছিলেন লিসা। সেখানে কাজ শেষ হওয়ার পর হোটেলে ফিরে আসেন। অনেকক্ষণ ঘরের দরজা না খোলায় তা ভেঙে ফেলেন হোটেলের কর্মীরা। ভেতরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। নিজের স্কার্টের সঙ্গে সিলিং ফ্যান থেকে ঝুলছিলেন লিসা। তখনই পুলিশে খবর দেন হোটেল কর্তৃপক্ষ। পুলিশ চিকিত্সক এসে অভিনেত্রীকে মৃত বলে ঘোষণা করেন।
প্রেস বিবৃতিতে লিসার মুখপাত্র জানিয়েছেন, ‘‘লিসাকে যাঁরা চিনতেন তাঁরা জনেন ও কত উজ্জ্বল ছিল। ওর স্বামী এবং পরিবার আশা করছে এই দুঃসময়ে ইন্ডাস্ট্রি ওদের পাশে থাকবে। কী কারণে লিসার মৃত্যু হল সে কারণ জানার চেয়ে ওপর পরিবারের পাশে থাকাটাই এখন প্রয়োজন।’’