• ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সাংবাদিক ইকবাল মাহমুদ মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা

প্রকাশিত নভেম্বর ১৭, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক :::: মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ গ্লোবাল সামিটে যোগ দিচ্ছেন সিলেট প্রেসক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ। আগামী ১৯ ও ২০ নভেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হোটেল টাইম স্কয়ারে দু’দিনের এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনের উদ্যোক্তা অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন। সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ইকবাল মাহমুদ আজ বৃহস্পতিবার রাতে এয়ার এশিয়ার একটি ফ্লাইটে কুয়ালালামপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট মনজুরুল আহসান বুলবুল, একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তসহ ১৮ সদস্যের মিডিয়া প্রতিনিধিদল এ সম্মেলনে যোগ দিচ্ছেন।