• ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জাফলংয়ে টিলা কাটার অভিযোগে দুই ব্যক্তির কারাদন্ড

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১৭, ২০১৬

গোয়াইনঘাট  সংবাদদাতা :
গোয়াইনঘাটের জাফলংয়ে টিলা কেটে পাথর উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তিকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যান আদালত। দন্ডাদেশ প্রাপ্ত ব্যক্তিদ্বয় হলেন গোয়াইনঘাট উপজেলার রসুলপুর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র গোলাপ মিয়া ও সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার মাকরদী গ্রামের ভূবেন্দ্র সরকারের পুত্র ওমেন্দ্র সরকার। গতকাল বুধবার বিকেলে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশ্রাফ আহমেদ রাসেল এ দন্ডাদেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার এস আই হারুন, এসআই নুর আলম ও পূর্ব জাফলং ইউপি সদস্য আতাউর রাহমান আতাই। এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশ্রাফ আহমেদ রাসেল জানান সংগ্রাম বিজিবি ক্যাম্পের দক্ষিণে রসুলপুর নামক স্থান থেকে একটি চক্র টিলা কেটে অবৈধ ভাবে পাথর উত্তোলন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক গোলাপ মিয়া নামক ব্যক্তিকে ৩ মাস ও ওমেন্দ্র সরকার নামক অপর আরেক ব্যক্তিকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।