স্টাফ রিপোর্টার
সিলেট ও হবিগঞ্জ -এ দুই জেলার আশপাশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬। মঙ্গলবার সকাল ৮টা ১০ মিনিট ৩৬ সেকেন্ডে এ ভূমিকম্পন অনুভূত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোন ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহওয়া অধিদপ্তর জানিয়েছে, এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত সিসমিক সেন্টার থেকে ১৯৬ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে।
সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট রিজিওনে-ভারতের করিমগঞ্জের কাছাকাছি।