স্টাফ রিপোর্টার
সিলেটের ওসমানীনগর উপজেলার ৫নং গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দুই ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগের ২০০৯ এর দ্বারা ৩৪(১) মোতাবেক তাদেরকে সাময়িকভাবে বরখাস্থ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ৫নং গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, একই ইউপির ১ নং ওয়ার্ডের সদস্য জিলু মিয়া ও ২ নং ওয়ার্ডের সদস্য বেলাল আহমদ এর বিরুদ্ধে ওসমানীনগর থানায় জি আর মামলা ২২৫/১৪ এর অভিযোগপত্র বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত ও তাদের বিরুদ্ধে মামলা বিচারাধীন হওয়ায় ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপস্থী মর্মে স্থানীয় সরকার সাময়িকভাবে তাদেরকে বরখাস্থ করেন। ৯ নভেম্বর পৃথক আদেশে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মাহবুবর রহমান স্বাক্ষরিত স্মারক নং ৪৬.০০.৯১০০.০১৭.২৭.০০৪.১৬ (অংশ ২) ৯৬০, ৫নং গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক, ৪৬.০০.৯১০০.০১৭.২৭.০০৪.১৬ (অংশ ২) ৯৬২ নং স্মারকে একই ইউপির ১ নংওয়ার্ডের সদস্য জিলু মিয়া ও ৪৬.০০.৯১০০.০১৭.২৭.০০৪.১৬ (অংশ ২) ৯৬১ নং স্মারকে ২ নং ওয়ার্ডের সদস্য বেলাল আহমদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।