• ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ছাতকের অসুস্থ ইউএনওকে ঢাকায় স্থানান্তর

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১৫, ২০১৬

ছাতক সংবাদদাতা
সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামানকে অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২ টায় এয়ার এ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। অসুস্থ এ কর্মকর্তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি শংকামুক্ত বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন স্বজনরা। শনিবার বিকেলে ইউএনও আরিফুজ্জামান আকস্মিক হৃদরোগে আক্রান্ত হলে রাতেই তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।