সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জের জামালগঞ্জে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন। উপজেলার বেহেলী ইউনিয়নের হরিণাকান্দি গ্রামে রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ওই শিশুকে উপজেলা সদর হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে ভর্তি করা হয়েছে। শিশুটির পারিবারিক সুত্র জানায়, হরিণাকান্দি গ্রামের হাসিমের ছেলে এক সন্তানের জনক ওয়াসিম (২২) শিশুটিকে তুলে নিয়ে বাড়ির পার্শ্ববর্তী একটি পতিত ঘরে ধর্ষণ করে। এসময় তার চিৎকার শুনে আশ-পাশের লোকজন ঘটনাস্থলে আসলে ধর্ষক ওয়াসিম পালিয়ে যায়। স্থানীয়রা জানায়, ঘটনার পর রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত ওই শিশুকে চিকিৎসা ও আইনি সহায়তার জন্য উপজেলা সদরে যেতে চাইলেও গ্রাম্য মাতব্বররা বিষয়টি সালিশে নিষ্পক্তির কথা বলে তাদের বাধার সৃষ্টি করে। পরে সকালে শিশুটিকে নিয়ে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করে তার পরিবার। জামালগঞ্জ থানার ওসি মো. আতিকুর রহমান জানান, সোমবার দুপুর পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। তিনি বলেন, অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।