• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

চোর সর্দার গ্রেফতার

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১৪, ২০১৬

জগন্নাথপুর  সংবাদদাতা :
আন্ত:জেলা গরুচোর সর্দার আব্দুল হেকিমকে (৪৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। সে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে। জানা গেছে,রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এএসআই শাহ জামালের নেতৃত্বে একদল পুলিশ রাণীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে আন্ত:জেলা গরুচোর সর্দার আব্দুল হেকিমকে গ্রেফতার করেন। তাকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় স্বস্তি ফিরে আসে। এ ব্যাপারে জগন্নাথপুর থানার এএসআই শাহ জামাল জানান, আন্ত: সুনামগঞ্জ জেলা গরুচোর সর্দার আব্দুল হেকিমের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ৫ টি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা আছে।