সিলেট সুরমা ডেস্ক :::: বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী। ফলে আরিফের মুক্তিতে আর কোন বাধা রইলো না। রোববার (১৩ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি সৈয়দ মো. দস্তগির হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের আদালত এ জামিন মঞ্জুর করেন। আরিফুল হকের আইনজীবী ব্যারিস্টার কাফি জানান, “সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আগেই আরিফুল হক চৌধুরী জামিন পেয়েছিলেন। আজ বিস্ফোরক মামলায় তাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে আমি মনে করি তাঁর মুক্তিতে আর কোনো বাধা নেই।” গত ৮ সেপ্টেম্বর সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন বহাল রাখেন আপিল বিভাগ। এরপর গত ৩১ অক্টোবর সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার বিস্ফোরক মামলায় সিলেটের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করেন হবিগঞ্জের জেলা ও দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. আতাবুল্লাহ।