সিলেট সুরমা ডেস্ক :::: শহরতলীর দাসপাড়ায় মাদক মামলায় এক বিক্রেতার ৫ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। রায়ের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড দেয়া হয়। বৃহস্পতিবার সিলেট বিশেষ দায়রা জজ (জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল) আদালতের বিচারক মো. মফিজুর রহমান ভূঞা এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামীর নাম-মো. ইউসুফ আহমেদ ওরফে বটলা সুমন (৩১)। সে কুমিল্লা জেলার বরুড়া থানার হোসনপুর গ্রামের আব্দুর রবের পুত্র। বর্তমানে সে নগরীর বাগবাড়ী ৫৫ নং বাসার বাসিন্দা। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ২৩ জুলাই রাত ৯ টার দিকে র্যাব-৯’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দাসপাড়া গ্রামস্থ বাইপাস রোড ব্র্যাক অফিসের সামনে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা মো. ইউসুফ আহমেদ ওরফে বটলা সুমনকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৩ হাজার ৬শ’ টাকা দামের ১২ বোতল অফিসার্স চয়েজ মদ উদ্ধার করে। এ ব্যাপারে র্যাব-৯’র এসআই মো. রফিকুল ইসলাম বাদি হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহপরান থানায় একটি মামলা দায়ের করেন। নং- ২২ (২৩-০৭-১৩)। দীর্ঘ তদন্ত শেষে শাহপরান থানা এসআই মো. তারিকুল ইসলাম ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর একমাত্র মাদক বিক্রেতা বটলা সুমনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। এবং ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর আদালত এ মামলার বিচার কায্য শুরু হয়। দীর্ঘ শুনানী ও ৫ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামী মো. ইউসুফ আহমেদ ওরফে বটলা সুমনকে ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২ (গ) ধারায় দোষী সাব্যস্ত করে তাকে উল্লেখিত দন্ডাদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষে স্পেশাল পিপি এডভোকেট নওসাদ আহমদ চৌধুরী মামলাটি পরিচালনা করেন।