বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৩ নভেম্বর সিলেট সফল উপলক্ষে জেলা প্রশাসকের উদ্যোগে প্রশাসনিক কর্মকর্তা ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ সাথে (১০ নভেম্বর) বৃহস্পতিবার বেলা ৩টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পিপি এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এডভোকেট লুৎফুর রহমান, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েছ, আশফাক আহমদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মন, ডেপুটি কামান্ডার আব্দুল খালিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম, পুলিশ সুপার মনিরুজ্জামান, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী স্বপন ক্লান্তি পাল, পিডিবি’র নির্বাহী শেখ মিজানুর রহমান, সওজ’র নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান, ডিসি উত্তর ফয়সল মাহমুদ, এডিসি এসএমপি রহমত উল্লাহ, এডিসি (সিএসবি) এসএমপি রবিউল ইসলাম, এডিসি (ক্রাইম) এসএমপি জিদান আল মুছা, ডিপিউও নুরুল ইসলাম, ডা. আফসর উদ্দিন, প্রকৌশলী মাহবুব আলম, জেলা শিক্ষক সমিতির সভাপতি এ্ এইচ এ ইসরাইল আহমদ, উপাধ্যক্ষ সুবল চন্দ্র দাস, প্রকৌশলী রতন কুমার বিশ্বাস, মশিউর রহমান, আব্দুল মছব্বির, অধ্যক্ষ সামছুল ইসলাম, সিসিকের নির্বাহী প্রকৌশলী আলী আকবর, রতন পাল দাস, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ওয়েস আহমদ চৌধুরী, বিটিসিএন সিলেটের সহকারী প্রকৌশলী আবুল বাশার খান, হযরত শাহপরাণ (রহ.) মাজার শরীফের খাদিম ফিরোজ মিয়া, সৈয়দ অহিদুর রহমান, পানি পরীক্ষক ধনঞ্জয় কুমার দাস, ফায়ার সার্ভিসের পরিচালক তনয় বিশ্বাস।
প্রস্তুতি সভা শেষে প্রশাসনের কর্মকর্র্তা ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ জনসভাস্থ আলীয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন। -বিজ্ঞপ্তি