• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে বন্ধুক যুদ্ধে ডাকাত নিহত

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১০, ২০১৬

হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন। নিহত আলাল মিয়া (২৫)। তিনি হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামের রহমত আলীর ছেলে। এ ঘটনায়  চার পুলিশ সদস্য আহতের খবরও পাওয়া গেছে। বুধবার ভোরে হবিগঞ্জ শহরতলীর মাছুলিয়া এলাকার কাছে খোয়াই নদীর তীরে এ বন্দুকযুদ্ধ হয়। আহত পুলিশ সদস্যরা হলেন-সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও অরূপ কুমার চৌধুরী এবং কনস্টেবল ইয়াসিন ও কর্ণমনি। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক  জানান , ভোরে খোয়াই নদীর তীরবর্তী মাছুলিয়া এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় পুলিশের একটি দল টহল সেখানে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশ এসময় গুলি ছুড়লে ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যায়। পরে  ঘটনাস্থলে ডাকাত সদস্য আলালের মরদেহ পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।