• ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে -পুলিশ সুপার

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১০, ২০১৬

ওসমানীনগর সংবাদদাতা
সিলেট জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেছেন, আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের সকলকে এগিয়ে আসতে হবে। জঙ্গিবাদের উত্থান যাতে না হতে পারে সে দিকে কমিউনিটি পুলিশের সদস্যসহ সবাইকে ঐক্যবদ্ধ ভাবে নজর দিতে হবে। ওসমানীনগরে বিভিন্ন অপরাধ ও মাদক অবৈধ অস্ত্রের খোঁজ পাওয়া গেলে সাথে সাথে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুণ।
বুধবার দুপুরে থানা প্রাঙ্গণে ওসমানীনগর থানা পুলিশ কর্তৃক আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে ও এস.আই রমা প্রসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী, এএসপি(দক্ষিণ সার্কেল) আমিনুল ইসলাম সরকার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ, কমিউনিটি পুলিশের উপজেলা সাধারণ সম্পাদক আবদাল মিয়া, আ’লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সমাজসেবক আব্দুল মতিন চেীধুরী, চেয়ারম্যান জিএম কিবরিয়া, এইচ টি ফখর উদ্দিন, খালেক আহমদ লটই, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, ইমাম সমিতির সভাপতি মাওলানা আবুল বাশার, হিন্দু নেতা সত্যেন্দ্র কুমার দেব, পরিবহন মালিক নেতা শাহ নুরুর রহমান শানুর, ও ইউপি সদস্য আব্দুল বশির প্রমুখ।
ওসমানীনগর থানা পুলিশকে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ তথ্য ও সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় দৈনিক যুগান্তরের ওসমানীনগর উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সম্পাদক জুবেল আহমদ সেকেলকে ওসমানীনগর থানা পুলিশের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।