• ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর রাখের উপবাস প্রদীপ উৎসব উদযাপিত

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ৯, ২০১৬

দামোদর মাসে (কার্তিক মাস) শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার রাখের উপবাস পালন করা শুরু হয়েছে।মঙ্গলবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের মণিপুরী রাজবাড়ীস্থ শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মন্দির ও আশ্রমে এই ব্রত পালন করা হচ্ছে। এই মাসের প্রতি শনিবার ও মঙ্গলবার শ্রী লোকনাথ ব্রহ্মচারীর রাখের উপবাস প্রদীপ উৎসব উদযাপিত করছেন তার ভক্তরা। আগামী ১৫ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার সন্ধ্যায় মন্দিরে ৩০০ জনের অধিক ভক্ত উপবাস ব্রত পালন করে। পরে প্রদীপ জ্বালিয়ে বাংলাদেশসহ বিশ্বের শান্তি ও মঙ্গল এবং উন্নতি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এসময় মন্দির ও আশ্রম পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি