• ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

এশিয় পাম গন্ধগোকুলকে অবমুক্ত

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ৭, ২০১৬

লোকালয় থেকে উদ্ধারকৃত আহত এশিয় পাম গন্ধগোকুলকে চিকিৎসা শেষে অবমুক্ত করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণি অধিকার বিষয়ক সংগঠন প্রাধিকার। রোববার সকালে সিলেটের দক্ষিণ সুরমার একটি বাড়িতে কবুতর চুরি করতে গিয়ে আটক হয় এ গন্ধগোকুলটি। এসময় খবর পেয়ে প্রাধিকারের কর্মীরা গন্ধগোকুলটি উদ্ধার করে নিয়ে আসে। প্রাধিকারের সভাপতি মনজুর কাদের চৌধুরী জানান, গন্ধগোকুলটি পুরুষ এশিয় পাম গন্ধগোকুল। আটকের সময় একটু আহত হয়। পরে চিকিৎসা শেষে সোমবার দুপুরে সিলেট টিলাগড় ইকো পার্কে অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভূমি সন্তান বাংলাদেশের সমন্বয়ক  আশরাফুল কবির, প্রাধিকারের সভাপতি মনজুর কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল  মজিদ উজ্জল, যুগ্ম সম্পাদক জুনেদ আহমদ। বিজ্ঞপ্তি