• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ট্রাস্কফোর্সের অভিযানে মাদক উদ্ধার

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ৭, ২০১৬

 সিলেট সুরমা ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর পৌরসভার মাদক সম্রাট আলী আকবরের বাড়িতে অভিযান চালিয়ে মাদক দ্রব্য ও ইয়াবা সেবনের ফয়েল পেপার উদ্ধার করেছে ট্রাস্কফোর্স। সোমবার (৭ নভেম্বর) সকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মোকলেছুর রহমানের নেতৃত্বে একদল বিজিবি সদস্য পৌরসভার ৩ নং ওয়ার্ডের মাদক সম্রাট আলী আকবরের বাড়িতে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল, ২৮ প্যাকেট ইয়াবা সেবনের ফয়েল পেপার উদ্ধার করে। এ সময় ট্রাস্কফোর্সের অভিযান টের পেয়ে আলী আকবর ও তার লোকজন পালিয়ে যায়। ৫৫ বিজিবি অধিনায়ক লে.কর্নেল সাজ্জাদ হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে কত ২৭ অক্টোবর আলী আকবরের বাড়িতে অভিযান চালিয়ে বেশ কিছু মাদক, টাকা ও মোবাইল ফোন উদ্ধার করেছিল ট্রাস্কফোর্স।