দৈনিক কাজির বাজারের ফটো সাংবাদিক রেজা রুবেল‘র বড় ভাই মো: ইউনুছ মিয়া ক্যান্সার রোগে আক্রান্ত-সকলের কাছে দোয়া কামনা । পারিবারিক তথ্যমতে, দীর্ঘদিন ধরে রোগে আক্রান্ত হওয়ার পর থেকে বিভিন্ন চিকিৎসা চালিয়ে আসছে পরিশেষে মাসেক আগে পরীক্ষা নিরীক্ষা করে ক্যান্সার রোগ ধরা পড়ে বর্তমানে সিলেট দক্ষিণ সুরমা নর্থ ইষ্ট ক্যানসার হাসপাতাল ২য় তলা ১নং ওয়ার্ডের চিকিৎসাধীন রয়েছেন। তিনি সিলেট শাবি-প্রবিতে সরকারী চাকরীজীবী হিসাবে কর্মরত রয়েছেন। অসুস্থ ইউনুছ মিয়া পক্ষ থেকে এবং তাহার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে সুস্থার জন্য দোয়া কামনা করছেন। তিনি যেন আল্লাহ পাকের অসি কিপায় সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসেন-আমিন। বিজ্ঞপ্তি