‘‘ড.মুহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন,পরিশ্রম করো,সাধনা করো,সাফল্য তোমার কন্ঠে,জয়ের মালা পড়াবেই,হ্যা গুনি ব্যক্তিদের কথা কখনই বিফলে যায়নি, সৎ উপার্জন ও পরিশ্রম সাফল্য বয়ে আনে,সততা আর নিষ্ঠার সাথে ব্যবসা করা ইবাদতের সমতুল্য”রোববার দুপুরে কদমতলী পয়েন্ট সংলগ্ন তোফিক হোটেলের নিচে ‘সাফওয়ান অটো-ইলেকট্রিক্যাল ওয়ার্কস’এর শুভ উদ্বোধণী অনুষ্টানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর সহ-সাংগঠনিক সম্পাদক আয়কর আইনজীবি রফিকুল হক উপরোক্ত কথাগুলো বলেন। উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের জন-নন্দিত কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন,সাবেক ছাত্রনেতা ও সাবেক ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বেলাল আহমদ,ঐতিহ্যবাহী স্বর্ণশিখা সমাজ কল্যাণ সমিতির বর্তমান আহবায়ক ও তরুণ সমাজসেবী রেজাউল ইসলাম রেজা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী ফরিদ আহমদ,কদমতলী এলাকার মুরব্বী ফারুক মিয়া, ‘সাফওয়ান অটো-ইলেকট্রিক্যাল ওয়ার্কস’এর সত্ব্যাধিকারী সেলিম আহমদ, সিলেট জেলা মটর সাইকেল মেকানিক ওয়েল ফেয়ার এসোসিয়েশনের প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার বাবলু হোসেন হৃদয় প্রমুখ। বিজ্ঞপ্তি।