‘‘আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিবন্ধীদের আমরা অনেকেই অবহেলা করে থাকি,কিন্তু সমাজের প্রতিটি স্তরের মানুষের উচিত প্রতিবন্ধীদের পাশে দাড়ানো, এদের অবহেলা করতে নেই, সৃষ্ঠিকর্তা কাউকেই পরিপূর্ণভাবে তৈরি করেননি, যেকোনো পরিবারে অন্তত একজন প্রতিবন্ধী রয়েছে, এক সময়ে প্রতিবন্ধীদের পরিবারের বোঝা মনে করা হতো, কিন্তু আজ আর সেই দিন নেই, প্রতিবন্ধীরা নিজের শ্রম ও মেধা দিয়ে দৃষ্ঠান্ত স্থাপন করছে, আর তাই প্রতিবন্ধীদের কল্যাণে আমাদের সবার এগিয়ে আসা প্রয়োজন’’ কদমতলীতে রোববার ‘গরীব এন্ড এতিম ট্রাস্ট ফান্ড ইউকে’র পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার বিতরণী অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন,অনুষ্টানের প্রধান অতিথি কদমতলী এলাকার বাসিন্দা, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী এম এ মান্নান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের জন-নন্দিত কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সাবেক ছাত্রনেতা ও স্বর্ণশিখা সমাজকল্যাণ সমিতির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।