সিলেট সুরমা ডেস্ক :::: কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া সিলেটের তিন নেতাকে ৯ নভেম্বর গণসংবর্ধনা প্রদান করবে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। ওইদিন বিকেলে সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এতে দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন। সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী জানান, কেন্দ্রীয় কমিটিতে স্থানপ্রাপ্ত প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ এবং কার্যনির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের সম্মানে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সংবর্ধনা সফল করতে ব্যাপক প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে। তিনি জানান, দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদকের প্রথম সিলেট সফরকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।