• ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ডাকাত গ্রেপ্তার

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ৪, ২০১৬

মাধবপুর সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ কুখ্যাত ডাকাত সাহেদ মিয়াকে গ্রেফতার করেছে। ডাকাত সাহেদকে গ্রেফতার করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। মাধবপুর থানার পরিদর্শক(তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ শুক্রবার ভোররাতে সঙ্গীয় ফোর্স সহ উপজেলার পশ্চিম মাধবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান- ধৃত সাহেদ মিয়া মাধবপুর পৌর শহরের পশ্চিম মাধবপুরের মুহাম্মদ আলীর ছেলে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা সভায় নিয়মিত জনপ্রতিনিধিরা তার বিরুদ্ধে রিজোলেশন করেছে। তাকে গ্রেপ্তারের বিষয় জনপ্রতিনিধিরা দাবি জানিয়ে আসছিলেন।