• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

গাছবাড়ীতে ফুটবল টুর্ণামেন্টের তৃতীয় রাউন্ড শুরু হচ্ছে আজ

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ৪, ২০১৬

স্পোটর্স ডেস্ক :: কানাইঘাট উপজেলার ভাই ভাই স্পোটিং ক্লাব নারাইনপুর আায়োজিত ফুটবল টুর্ণামেন্টের তৃতীয় রাউন্ড শুরু হচ্ছে আজ (৪ঠা নভেম্বর) শুক্রবার । এ রাউন্ডের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হবে কোহিনূর ফুটবল একাদশ,তালবাড়ী ও গনিকান্দি স্পোটিং ক্লাব । বেলা সাড়ে ৩টায় গাছবাড়ীবাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে বল দখলের এ লড়াই । কোহিনূর ফুটবল একাদ্বশ,তালবাড়ী‘র স্কোয়াড : মো.আলী আকবর চৌধূরী কোহিনূর (অধিনায়ক) তাসনিম আলম চৌধূরী তানিম (গোল রক্ষক) আবুল কাশেম চৌধুরী মুহিনূর, সবুজ চৌধুরী, আবু তাওহীদ চৌধুরী নাসিদ, আশিক চৌধুরী, আব্দুন নূর চৌধুরী খালেদ, সুলতান চৌধুরী, এহসান আহমদ খোকন, আব্দুল্লা হাবীব চৌধূরী সুমন,(নাহিম চৌধূরী), তানভীর চৌধূরী,(সুজন আহমদ) । প্রতিপক্ষ গনিকান্দি স্পোটিং ক্লাব দলের খেলোয়াড়দের তালিকা এখনো পাওয়া যায়নি ।
উলেখ্যে গত (২৭অক্টোবর) বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ড খেলায় নারাইনপুর স্পোটিং ক্লাবকে ৩-১ গোলে হারিয়েছে কোহিনূর ফুটবল একাদ্বশ,তালবাড়ী । এদিকে, টুর্ণামেন্টের আগামী ম্যাচগুলো উপভোগ করার জন্য মাঠে উপস্থিত থাকতে এলাকাবাসীসহ ফুটবলানুরাগীদের প্রতি আহবান জানানো হয়েছে টুর্ণামেন্ট আয়োজকদের পক্ষ থেকে ।