• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

অতিরিক্ত জেলা প্রশাসকের বাসাসহ দুই বাসায় ডাকাতি

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১, ২০১৬

মৌলভীবাজার সংবাদদাতা
মৌলভীবাজার শহরের রঘুন্দনপুর এলাকায় গত কাল রাতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আলম খান এর বাসাসহ একই রাতে  ট্রভেলস ব্যবসায়ী মো: গোলাম মৌলা এর বাসায়  ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার ভোর রাতে দুর্ধর্ষ ডাকাতির এ ঘটনা ঘটে। অতিরিক্ত জেলা প্রসাশক আশরাফুল আলম খান জানান, ভোরে ৭/৮ জনের একটি দল মুখোশ পড়া ডাকাত ঘরের জানালার গ্রীল ভেঙ্গে ভিতর প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ১২ ভরি স্বর্ণলঙ্কারসহ নগদ ১২ হাজার টাকা, মূল্যবান মোবাইল ও জিনিষ পত্র  নিয়ে যায়। এদিকে গোলাম মৌলার মেয়ে জামাই আউয়াল জানান, শ্বাশড়ি অসুস্থ থাকায় তারা বাসায় কেউ ছিলেন না। তবে ঘরের আলমারি ভেঙ্গে ডাকাতরা ৫ ভরি স্বর্ণলঙ্কার, ২৬টি রেয়াল, ৫ হাজার পাউন্ড ও ৩ হাজার ডলার ডাকাতরা নিয়ে যায়। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাংবাদিকদের জানান, ডাকাতের খবর পেয়ে ঘটনাস্থ পরিদর্শন করেছি । ডাকাতদের ধরতে অভিযান অব্যহত থাকবে।