মৌলভীবাজার সংবাদদাতা
মৌলভীবাজার শহরের রঘুন্দনপুর এলাকায় গত কাল রাতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আলম খান এর বাসাসহ একই রাতে ট্রভেলস ব্যবসায়ী মো: গোলাম মৌলা এর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার ভোর রাতে দুর্ধর্ষ ডাকাতির এ ঘটনা ঘটে। অতিরিক্ত জেলা প্রসাশক আশরাফুল আলম খান জানান, ভোরে ৭/৮ জনের একটি দল মুখোশ পড়া ডাকাত ঘরের জানালার গ্রীল ভেঙ্গে ভিতর প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ১২ ভরি স্বর্ণলঙ্কারসহ নগদ ১২ হাজার টাকা, মূল্যবান মোবাইল ও জিনিষ পত্র নিয়ে যায়। এদিকে গোলাম মৌলার মেয়ে জামাই আউয়াল জানান, শ্বাশড়ি অসুস্থ থাকায় তারা বাসায় কেউ ছিলেন না। তবে ঘরের আলমারি ভেঙ্গে ডাকাতরা ৫ ভরি স্বর্ণলঙ্কার, ২৬টি রেয়াল, ৫ হাজার পাউন্ড ও ৩ হাজার ডলার ডাকাতরা নিয়ে যায়। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাংবাদিকদের জানান, ডাকাতের খবর পেয়ে ঘটনাস্থ পরিদর্শন করেছি । ডাকাতদের ধরতে অভিযান অব্যহত থাকবে।