সিলেট সুরমা ডেস্ক
সুনামগঞ্জে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯’র অভিযানে মাদকসহ এক ব্যক্তিকে আটকের খবর পাওয়া গেছে। এক বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মঙ্গলবার দুপুর ২.২০ মিনিটের দিকে র্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সহকারী পুলিশ সুপার মোঃ আফজাল হোসেন এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পূর্ন নগর মো. আনোয়ার হোসেনের মুদি দোকানের সামনে হতে ০৬ বোতল অফিসার্স চয়েস এবং stallone মদ ১২ বোতলসহ মো. শুকুর মিয়া (২২)কে আটক করে। সে সুনামগঞ্জ সদরের গুচ্ছ গ্রামের মো. জহির উদ্দিনের ছেলে। পরে উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।