• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

খাসদবিরে ইভটিজিংয়ের দায়ে কিশোরের ৫ হাজার টাকা জরিমানা

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১, ২০১৬

স্টাফ রিপোর্টার
সিলেটের খাসদবির স্কুলের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে নাঈম হোসেন (১৪) নামের এক কিশোরকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যমাণ আদালত।  নাঈম সুনামগঞ্জের ধর্মপাশার উত্তর বিল গ্রামের তফাজ্জুল হোসেনের ছেলে।  মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় এ জরিমানা আদায় করেন সিলেট জেলা প্রশাসনের নির্বহী ম্যাজিস্ট্রেট নূরুল হুদা। সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, মঙ্গলবার সকালে খাসদবির স্কুলে ইভটিজিংয়ের অভিযোগে নাঈমকে আটক করে পুলিশে খবর দেন ওই বিদ্যালয়ের শিক্ষকরা। এসময় খাসদবির স্কুলে সহকারী শিক্ষক শহীদুল ইসলাম ইভটিজিংয়ের উপযুক্ত স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিমানবন্দর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ নাঈমকে আটক করে থানায় নিয়ে এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় করে অভিভাবকদের উপস্থিতিতে মুচলেকা দিয়ে ছেড়ে দয়।  সিলেট জেলা প্রশাসনের নির্বহী ম্যাজিস্ট্রেট নূরুল হুদা জানান, দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় ইভটিজিং এর অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে ইভটিজিং মারত্মক আকার ধারণ করেছে, তা কমিয়ে আনতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।