• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

এক ব্যাক্তির হাত পায়ের রগ কর্তন করলো বখাটে !

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৩১, ২০১৬

সুনামগঞ্জ সংবাদদাতা
নারী ঘঠিত ঘটনার প্রতিবাদ করায় সুনামগঞ্জে এক বখাটে কর্তৃক এক ব্যক্তির পায়ের রগ কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।  ঘটনাটি ঘটেছে সদর উপজেলার মল্লিকপুরে রবিবার রাত সাড়ে ১২টায়। আহত’র নাম , কবির মিয়া (৩২) । তিনি সদর উপজেলার মল্লিকপুরের মৃত তছকির আলীর ছেলে।  কবিরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে আশংকাজনক অবস্থায় রাত দেড়টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা যায়, উপজেলা সদর ইউনিয়নের মল্লিকপুরের মহিবুরের বখাটে ছেলে নাহিদ (২২) প্রায়ইশই মাতাল হয়ে পাড়ার নারী ও যুবতীদের সাথে অশালীন আচরণ করত। উপজেলা সদরের সড়কে রবিবার মধ্যরাতে একই পাড়ার কবির মিয়া এ নিয়ে প্রতিবাদ ও কথাকাটাকাটি করলে বখাটে নাহিদ ঘর থেকে ধারালো দা এনে প্রথমে কবিরের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে  রক্তাক্ত জখম করে।  এর পর বেপরোয়া নাহিদ ফের কবিরের দু’হাত ও দু’পায়ের রগ কেটে ফেলে পালিয়ে যায়।  আহত অবস্থায় রাত ১টার দিকে পাড়ার লোকজন কবিরকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার উন্নতি না হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি  মো. হারুন অর রশীদ চৌধুরী রাতে এ প্রতিবেদককে বলেন, এ ঘটনার খবর লোকমুখে জানতে পেরেছি, ঘটনাস্থলে রাতেই পুলিশ পাঠিয়েছিলাম, ঘটনার সত্যতাও পাওয়া গেছে। তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ।’