বিশ্বনাথ সংবাদদাতা
বিশ্বনাথে বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। সোমবার দুপুর ১২টায় উপজেলার দেওকলস ইউনিয়নের কালিজুরি গ্রামের নজির মিয়া ও সাজিদ মিয়া লোকজনের মধ্যে এঘটনা ঘটে। আহতরা হলেন-নজির মিয়া, মনির মিয়া, আজাদ মিয়া, মনু মিয়া, নূরফুর নেছা, আফিয়া বেগম, মনোহর আলী,সাজিদুর রহমান, ফয়জুর রহমান, সাইদুর রহমান, হাবিবুর রহমান। বাকি আহতদের নাম জানা যায়নি। এর মধ্যে গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে, উপজেলার কালিজুরি গ্রামের নজির মিয়া ও আজাদ মিয়ার মধ্যে বাড়ির রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা-মখদ্দমা চলে আসছে। এরই জের ধরে গতকাল সোমবার দুপুরে উভয় পক্ষের মধ্যে কথাকাটাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ কমপক্ষে ১৫জন আহত হন। এব্যাপারে নজির মিয়া ভাতিজা সায়েদ মিয়া বলেন, র্সাভেয়ার রাস্তা পরিদর্শন করতে গেলে সাজিদ আলীর পক্ষের লোকজন বাধা প্রদান করে। এর কারণ জানতে চাইলে তারা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের কয়েকজন গুরুতর আহত হন। সাজিদ আলীর চাচাত ভাই এমাদ মিয়া বলেন, রাস্তা পরিদর্শনকালে র্সাভেয়ার কে আমরা সহযোগিতা করি। কিন্তু নজির মিয়ার লোকজন হঠাৎ করে আমাদের ওপর হামলা চালায়। আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান তাহিদ মিয়া বলেন, বিষয়টি নজির মিয়ার পক্ষের লোকজন মোবাইল ফোনে অবহিত করেন। তিনি জরুরী কাজে সিলেট নগরীতে অবস্থান করছেন বলে জানান। বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।