মৌলভীবাজার প্রতিনিধি
জেলার কুলাউড়ায় ভাসমান অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে কুলাউড়া থানা পুলিশ। সোমবার দুপুর পৌণে দুইটায় উপজেলার কর্মধা ইউনিয়নের কালিটি চা বাগানের বাশখালী নামক স্থান থেকে প্রায় ৬/৭ মাস বয়সের ওই নবজাতককে উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার এস আই দিদারুল জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।