সিলেট সুরমা ডেস্ক::::::: পটুয়াখালীর যোগাযোগ বিচ্ছিন্ন রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ বাজারে সোমবার সকালে অগ্নিকাণ্ডে অন্তত ১০টি দোকান পুড়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। রাঙ্গাবালী থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু সামসুদ্দিন আবু মিয়া মোবাইল ফোনে জানান, সকাল ৮টার দিকে চরমোন্তাজ চৌরাস্তা বাজারে মহিউদ্দীনের পেট্রোলের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে তা বাজারে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে ১০টি দোকান পুড়ে গেছে এবং ৪ জন আহত হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
রাঙ্গাবালী থানার ওসি সামসুল আরেফিন জানান, জেলার মুল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন চরমোন্তাজে সড়ক পথে যাওয়ার কোন ব্যবস্থা নেই। তাই ফায়ার সার্ভিস সেখানে পৌছতে পারেনি। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে এনেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।