সিলেট সুরমা ডেস্ক::::: রাজশাহীর বাঘা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের দুই মেয়ে আহত হয়েছেন।
রোববার দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্বামী আবুল কালাম আবু (৫৫) ও স্ত্রী আরিফা বেগম (৪৫)। আহত দুই মেয়ে মৌসুমী খাতুন (২০) ও রুমা খাতুন (২২)।
বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।