দক্ষিণ সুরমার কদমতলী এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ওয়াজির আলী উরফে উজির আলী আর নেই। ইন্না………রাজিউন। রোববার বাদ যোহর দুপুর দেড়টায় নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ২ পুত্র ও ২ কন্যা সন্তানের জনক মুক্তিযোদ্ধা ওয়াজির আলী কদমতলী স্বর্ণশিখা ১৬৪ নং বাসার মৃত তাছির আলীর ছেলে। মৃত্যুকালে তিনির বয়স হয়েছিল ৬৮ বছর। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোববার বাদ এশা তাঁর নামাজে জানাযা শেষে কদমতলী পঞ্চায়েতী কবরস্থানে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা উজির আলী ১৯৭১ সালে বর্ডার গার্ড বাংলাদেশ (সাবেক বিডিআর)এর প্রাত্ত্বন সিপাহী ছিলেন,তিনির সিপাহী নং-১৮৮৮৮। এ ছাড়া তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন -১০০৩/৪৭৯ নং এর গেজেট প্রদত্ত ৭৩৬৬ নং মুক্তিযোদ্ধা । ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি সিপাহী থাকাকালীণ অবস্থায় মাতৃভুমি রক্ষায় চাকুরী ছেড়ে সরাসরি যুদ্ধে দেশ স্বাধীনের জন্য অংশগ্রহন করেন। প্রেস-বিজ্ঞপ্তি।