সিলেট সুরমা ডেস্ক:::::: ইয়েমেনের একটি কারাগারে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন।
নিরাপত্তা ও চিকিৎসা কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার বিবিসিতে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, হুদেদার পশ্চিম বন্দরে আল জাইদিয়া সিকিউরিটি হেডকোয়ার্টারের জেলখানা হিসেবে ব্যবহৃত একটি ভবনে ওই বিমান হামলা চালানো হয়।
ইয়েমেন সরকারের বিরুদ্ধে ২০১৪ সাল থেকে লড়াই করা হুথি বিদ্রোহীদের দখলে রয়েছে এই শহর।
কর্মকর্তারা বলেছেন, ৩০ জনেরও বেশি নিহতেরা বন্দী এবং হুথি বিদ্রোহী। তবে হুথিদের সংবাদমাধ্যম বলেছে নিহতের সংখ্যা ৪৩ জন।
উল্লেখ্য ইয়েমেনে চলমান সংঘর্ষে এখনও পর্যন্ত প্রায় সাত হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।