• ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা রজব, ১৪৪৬ হিজরি

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত অক্টোবর ৩০, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক::::: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই এর বিরুদ্ধে রাজধানী সিউলে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। তার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ এবং বিশৃঙ্খলার অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর প্রথম কয়েক মাসে নিজের রাজনৈতিক বক্তৃতা বন্ধু চাওই সুন-সিলকে দিয়ে লেখাতেন পার্ক। যদিও চাওই সরকারি কোনো পদে দায়িত্বরত নন।

গত সপ্তাহে প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তারা এ কথা স্বীকার করে নেওয়ার পর তিনি নিজের জ্যেষ্ঠ ১০ উপদেষ্টাকে পদত্যাগের নির্দেশ দেন। শুক্রবার বিকালে পার্কের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

এর পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় রাজধানী সিউলে পার্কের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়।

বিক্ষোভকারীদের দাবি, চওই সুন-সিল সরকারের বিভিন্ন কৌশল নির্ধারণে মধ্যস্থতা করছেন এবং প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্কের সূত্র ধরে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন।

এক খবরে বলা হয়, শনিবার প্রেসিডেন্টের সহযোগী কয়েকজনের বাড়িতে হানা দিয়ে কম্পিউটার ও ফাইলপত্র জব্দ করেছে প্রশাসন।

শনিবার সন্ধ্যায় প্রায় আট হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে বলে জানায় পুলিশ।

যদিও বিক্ষোভ কর্মসূচী আয়োজকদের দাবি, সেখানে প্রায় ২০ হাজার মানুষ জড় হয়েছিল।

অনেকের হাতে ‘পদত্যাগ করুন, পার্ক জেউন-হাই’ লেখা প্ল্যাকার্ড ছিল।

বিরোধী দলের এক নেতা গণমাধ্যমকে বলেন, প্রেসিডেন্ট হিসেবে পার্ক তার কর্তৃত্ব হারিয়েছেন এবং তিনি দেখিয়ে দিয়েছেন, একটি দেশের সরকার প্রধানের সাধারণ যে যোগ্যতা থাকা প্রয়োজন তার সেটাও নেই।

বন্ধুকে দিয়ে বক্তৃতা সম্পাদন কাণ্ড প্রকাশ পাওয়ার পর গত মঙ্গলবার টেলিভিশনে এক ভাষণে দেশবাসীর কাছে এজন্য ক্ষমা চেয়েছেন পার্ক। কিন্তু তাতেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।