জকিগঞ্জ সংবাদদাতা
সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার সোনাপুর এলাকা থেকে ভারতীয় আতশবাজি উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আতশবাজির মূল্য প্রায় ৩৩ হাজার টাকা। এই অভিযান নেতৃত্ব দেন ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সোনাপুর বিওপির হাবিলদার বিপুল চন্দ্র দেবনাথ। তবে বিজিবির উপ¯ি’তি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে।