সিলেট সুরমা ডেস্ক:::: বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী নদীগুলোতে আরো কড়া নজরদারি বাড়াতে ভাসমান চৌকি বসাবে ভারত।
আজ শনিবার ভারতীয় এক সুত্রে এই তথ্য জানাগেছে ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক পি এস অঞ্জনেইয়ুলু। বর্তমানে সুন্দরবনসংলগ্ন নদী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এমন তিনটি চৌকি রয়েছে।
তবে কতটি ভাসমান চৌকি বসানো হবে তা নিশ্চিত না করলেও, সেই সংখ্যা ছয়-সাতটি হতে পারে বলে জানাগেছে।
বিএসএফের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, প্রতিটি বিওপিতে ৩৪ থেকে ৪০ জন সদস্য ও চার-পাঁচটি স্পিডবোট থাকবে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে মিলে এই সদস্যরা স্পিডবোটগুলো নিয়ে পুরো এলাকা টহল দেবেন।
আরো জানা যায় যে, গত ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় হতাহতের ঘটনা ঘটে। এর পর ভারতে জঙ্গি অনুপ্রবেশের খবর প্রকাশিত হয় বিভিন্ন দেশের গণমাধ্যমে। তখন থেকেই বাংলাদেশ-ভারত নৌসীমানায় নজরদারি আরো বাড়িয়েছে বিএসএফ। এর আগে ২০০৮ সালে লস্কর-ই-তৈয়বার (এলইটি) ১০ সদস্য ভারতে ঢুকে মুম্বাই হামলা চালানোর পরও এ ধরনেরনিরাপত্তা জোরদার করা হয়েছিল।