• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

৮ বছরের রুদ্রকে বাঁচাতে বাবার আকুতি

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৮, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক
৮ বছরের ছোট্ট শিশু রুদ্র তালুকদার।  সুনামগঞ্জের আদর্শ শিশু শিক্ষা নিকেতনের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।  অবুঝ রুদ্র জটিল ব্রেইন টিউমারে আক্রান্ত।
রুদ্রকে নিয়ে চরম অসহায় অবস্থায় পড়েছেন দরিদ্র গাড়ি চালক বাবা নীতেশ তালুকদার। সন্তানকে বাঁচাতে সমাজের সামর্থ্যবানদের কাছে আকুতি জানিয়েছেন সাহায্যের জন্য।
নীতেশ জানান, ছেলেকে সুস্থ করতে ১৫ লাখ টাকার প্রয়োজন। কিন্তু এ টাকা জোগাড় করার সামর্থ্য তার নেই।  রুদ্রের প্রতিবেশী ও শাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বিজয়া তালুকদার বলেন, আমরা যদি রুদ্রের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেই তবে হয়তো শিশুটি নতুন জীবন ফিরে পাবে।  রুদ্রকে সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ: ০১৭১৭২৬৭০৩৩ (নিকেশ তালুকদার), এছাড়া সাহায্যের জন্য ০১৭১০৯৮৪৪৪০ (বিকাশ), ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার- ৬৬০৮ (উত্তরা ব্যাংক, সুনামগঞ্জ শাখা)।