সিলেট সুরমা ডেস্ক
মৌলভীবাজার সদর উপজেলায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ আলমগীর (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার টিকরবাড়ি ব্রিজ থেকে তাকে আটক করা হয়। জেলা গোয়েন্দা শাখার পুলিশ উপপরিদর্শক (এসআই) সুকোমল ভট্টাচার্য জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে তাকে আটক করা হয়।