জায়ফর আলী কল্যান ট্রাষ্টের উদ্যোগে ফ্রী খতনা অনুষ্টিত। শুক্রবার সিলেট শহরতলীর টুকের বাজার ইউনিয়নের নোয়াখুরুম খলা এলাকায় ২২ জন গরীব শিশুদের ফ্রি খতœা দেওয়া হয়। ফ্রি খতনা অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সমাজে বেশীর ভাগ মানুষ গরীব।যাদের বেশীর ভাগ মানুষ এখনো দরিদ্র সীমার নিচে বসবাস করেন। তাদের পাশে সমাজের সর্বস্তরের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। কারণ ধনীর উপর গরীবের হক রয়েছে। জায়ফর আলী কল্যান ট্রাষ্ট্রের পক্ষ থেকে গরীব অসহায় শিশুদের সেচ্ছায় খতœা দেওয়া হয়েছে তা অবশ্যই ভুয়সী প্রশংসার দাবীদার।বক্তারা বলেন জায়ফর আলী কল্যান ট্রাষ্টের চেয়ারম্যান মোহাম্মদ আলী সব সময় এলাকার মানুষের কথা ভাবেন। যিনি দীর্ঘ দিন থেকে সমাজ সেবার সাথে জড়িত। তার মাধ্যমে এই গরীব শিশুরা আজ উপকৃত হয়েছে এবং মুসলমান হওয়ার একটি মাধ্যম পরিপূর্ণ হয়েছে।তারমত সবাইকে অসহায় মানুষের কল্যানে এগিয়ে আসতে হবে। জায়ফর আলী কল্যান ট্রাষ্ট্রের চেয়ারম্যান মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্টানে শিশুদের খতনা দেন ডা.মোসতাহিদুল ইসলাম। খতনা কাযক্রম অনুষ্টানে উপস্থিত ছিলেন মা – গ্লাস এন্ড থাই এ্যালমুনিয়াম-র পরিচালক ট্রাষ্টের উপদেষ্টা ফারুক আহমদ,এশিয়া ডেভলাপার্স-র পরিচালক ও তরুণ সমাজসেবী মোঃ আলমগীর, ব্যবসায়ী মোঃ সাজ্জাদ খাঁন, স্বপ্ন পূরণ মার্কেটিং-র পরিচালক মোঃ আলগীর, মোতায়াল্লী মোঃ তাহির আলী,মোঃ রেওয়ান রনক চৌধুরী,জায়ফর আলী মোহাম্মদীয়া কোরআনীক গার্ডেন-র পরিচালক মাওলানা সাজ্জাদুর রহমান,তরুণ সংগঠক সাংবাদিক মোঃ ফুল মিয়া, মোঃ শাফি চৌধুরী, সিলেট জেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী গোলাব, এসময় আরো উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রকাশনা সম্পাদক আবু বক্কর আল আমিন, ইমরান আহমদ, শামীম আহমদ, আখলাকুল আম্বিয়া, ডা: সিহাব ও মনতাজ মিয়া প্রমূখ। খতনার পূর্বে দোয়া পরিচালনা করেন মাওলানা মইনুদ্দিন। -বিজ্ঞপ্তি