গোলাপগঞ্জ সংবাদদাতা
গোলাপগঞ্জের জন প্রতিনিধিদের সঙ্গে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে বিদ্যুৎ সরবরাহের বিষয়টি নিশ্চিত করার আশ্বাসের প্রেক্ষিতে জনপ্রতিনিধিরা তাদের কর্মসূচী প্রত্যাহার করেন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সিলেট-গোলাপগঞ্জ ৩৩ হাজার ভল্টের লাইনের কাজ সম্পন্ন করা হবে বলে বৈঠকে সমিতির পক্ষ থেকে জানানো হয়। গতকাল থেকেই বিশেষ উদ্যোগে এ লাইনের মেরামত কাজ শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। গোলাপগঞ্জ সহ পূর্ব সিলেটের বিদ্যুৎ সমস্যাকে কেন্দ্র করে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরীর নেতৃত্বে ১১টি ইউনিয়নের চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের উদ্যোগে আন্দোলনের ডাক দেয়া হয়েছিল। গত ১৮ অক্টোবর গোলাপগঞ্জ পৌরসভায় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জনপ্রতিনিধিরা ঘোষনা করেন, ২৮ অক্টোবরের মধ্যে বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি না হলে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধসহ নানা কর্মসূচী গ্রহন করা হবে। বিষয়টি জটিল আকার ধারণ করলে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিগত বোর্ড সভায় ব্যাপক আলোচনা হয়। এ ব্যাপারে সমিতির সভাপতি সৈয়দ মকবুল হোসেনের নেতৃত্বে সমিতি বোর্ডের প্রতিনিধি দল এ ব্যাপারে পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরী’সহ অন্যান্যদের সঙ্গে আলোচনা করলে পৌরসভা সম্মেলন কক্ষে জনপ্রতিনিধি ও সমিতি বোর্ডের প্রতিনিধিদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।
গতকাল বিকেল ৪ টায় গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জনপ্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন, লক্ষ্মীপাশা ইউপি চেয়ারম্যান কবির আহমদ মুশন, ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান জিলাল উদ্দিন, গোলাপগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়ছল, আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ, শরীফগঞ্জ ইউপি চেয়ারম্যান এমএ মুমিত হীরা, পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর জহির উদ্দিন সেলিম, ২নং ওয়ার্ডের কাউন্সিলর জামিল আহমদ চৌধুরী, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সৈয়দ মকবুল হোসেন, সেক্রেটারী (সচিব), সাংবাদিক আব্দুল আহাদ, সাবেক সভাপতি, দক্ষিণ সুরমা অঞ্চলের পরিচালক সাইফুদ্দিন আল ফারুক মিটু, জকিগঞ্জ অঞ্চলের পরিচালক আক্তার হোসেন রাজু, গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সুজিত কুমার বিশ্বাস প্রমুখ।
এ সময় বিদ্যুৎ সমস্যা নিয়ে জনপ্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরলে সমিতির পক্ষ থেকে জনপ্রতিনিধিদের আশ্বস্থ করে সমিতির সভাপতি সৈয়দ মকবুল হোসেন জানান, ইতিমধ্যে সিলেট টু গোলাপগঞ্জের ৩৩ কেবিএ লাইন সংস্কারের কাজ শুরু হয়েছে। আগামী মাসের মাঝামাঝি সময়ে তা সম্পন্ন হয়ে যাবে। এক্ষেত্রে কোন বাধা বিপত্তি দেখা দিলে তা নিরসনে জনপ্রতিনিধিরা সব ধরনের সহযোগীতার আশ্বাস প্রদান করেন। প্রাপ্ত সংবাদে জানা যায়, গোলাপগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ লাইন ৩১ ডিসেম্বরের মধ্যে মেরামতের মাধ্যমে সচল করা হবে। বৈঠকে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিনিধি দলের আশ্বাসের প্রেক্ষিতে পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরী জন প্রতিনিধিদের ডাকা সকল কর্মসূচী স্থগিতের ঘোষণা দেন।