• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুর উপজেলা যুবদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৭, ২০১৬

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বিপুল সংখ্যক নেতাকর্মীদের সরব উপস্থিতির মধ্য দিয়ে জগন্নাথপুরে পালিত হয়েছে যুবদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।  বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা সদরে সি/এ মার্কেট-এ উপজেলা যুবদলের উদ্যোগে অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন উপস্থিত নেতৃবৃন্দ।
সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ সফিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এম সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলার যুগ্ম আহবায়ক হাজী সোহেল আহমদ খান টুনু, আশারকান্দি ইউপি যুবদলের সভাপতি ইউসুফ মিয়া, বিএনপি নেতা মজম্মিল মিয়া, উপজেলা যুবদল নেতা ফয়সল হোসেন, আব্দুল হক, উপজেলা ছাত্রদল নেতা বাবুল খান মুন্না, যুবদল নেতা ফখরুল ইসলাম, রুহুল আমিন খান, রিমন মিয়া, আলিউর মিয়া, আলী হোসেন, ছাত্রদল নেতা জাকির হোসেন, সৈয়দ মারজান, সাদিকুর রহমান ও তাহমিদ আহমদ প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন- শহীদ জিয়ার আদর্শের যুবদল প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ জাতির কল্যানে অগ্রনী ভুমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জগন্নাথপুর উপজেলা যুবদল সর্বশক্তি নিয়ে মাঠে থাকবে ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি