• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

ধর্মপাশা উপজেলায় সাবেক চেয়ারম্যানের উপর হামলা

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৭, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগরের দক্ষিণ বংশিকু-া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমানের উপর হামলার ঘটনার ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে, গুরুতর আহত অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত সাইদুর রহমানের পরিবারের সদস্যরা জানান, জমি ও বিলের ইজারা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে বর্তমান চেয়ারম্যান আজিম মাহমুদের সমর্থকরা দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে তাঁর উপর এ হামলা চালায়।  তবে এ অভিযোগ অস্বীকার করে আজিম মাহমুদ বলেন, সাইদুর রহমানের সাথে স্থানীয় কিছু মানুষের জমি নিয়ে শত্রুতা রয়েছে, তারাই এ হামলার ঘটনা ঘটিয়েছে।
মধ্যনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যানের মধ্যকার পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটে, এতে সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান গুরুতর আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি বলে জানান তিনি। উল্লেখ্য, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে আওয়ামী লীগ সমর্থিক প্রার্থী বর্তমান চেয়ারম্যান আজিম মাহমুদ ও আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী সাইদুর রহমানের মধ্যে সংঘাত ঘটে, এ ঘটনায় প্রতিপক্ষের হামলায় সাইদুর রহমানের আত্মীয় ফুল রহমান গুরুতর আহত হন।