• ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৭, ২০১৬

মৌলভীবাজার সংবাদদাতা :::
মৌলভীবাজারে ৭০ পিস ইয়াবাসহ শাহীন মিয়া (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) শাখার পুলিশ।  বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার সরকার বাজার বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার সহকারী উপ পরিদর্শক নিতাই রায় ও মুমিন উল্লাহ।  জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক সুকোমল ভট্টাচার্য জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আটক শাহীনকে আদালতে পাঠানো হবে।